×

জাতীয়

সীতাকুণ্ডে দগ্ধ আরো একজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২২, ১১:৪৪ এএম

সীতাকুণ্ডে দগ্ধ আরো একজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডিপোতে বিস্ফোরণে দগ্ধ নজরুল ইসলাম মণ্ডল (৩৮) নামে আরো একজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। তিনি পেশায় কনটেইনার চালক। সোমবার (৬ জুন) সকালে তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসে তার স্বজনরা।

নজরুলের ছোট ভাই কামরুল ইসলাম জানান, তাদের বাড়ি ফরিদপুর সদরের বহুলক্ষিপুর গ্রামে। তার পরিবারের সবাই গ্রামে থাকলেও সে ঢাকাতে থাকতো। একটি কোম্পানির কনটেইনার চালাতো সে। শনিবার ঢাকা থেকে কনটেইনার নিয়ে সীতাকুণ্ডের ওই ডিপোতে গিয়েছিল। সেখানে বিস্ফোরণে দগ্ধ হয় নজরুল। খবর পাওয়ার পর তাকে খোঁজে চট্টগ্রাম মেডিকেলে পাওয়া যায়। ভোরে সেখান থেকে তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস. এম. আইউব হোসেন জানান, নজরুলকে ৫ তলায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। তার শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি জানান, বার্ন ইনস্টিটিউটে এখন ১৪ জন ভর্তি আছে। এছাড়া, রবিবার রাসেল নামে একজনকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App