×

জাতীয়

নিহতের পরিবারকে ১০ লাখ টাকা করে দেয়ার ঘোষণা বিএম ডিপোর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২২, ০১:০৩ এএম

নিহতের পরিবারকে ১০ লাখ টাকা করে দেয়ার ঘোষণা বিএম ডিপোর

চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে হতাহতদের স্বজনন ও স্থানীয়দের ভিড়। ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড ও ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা সহায়তার ঘোষণা দিয়েছে বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষ। এছাড়া দুর্ঘটনার বিষয়ে কর্তৃপক্ষ ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

রবিবার (৫ জুন) সন্ধ্যায় প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মেজর (অব) শামসুল হায়দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে নগদ সহায়তা প্রদান করা হবে। এছাড়া যারা গুরুতর আহত হয়েছেন কিংবা অঙ্গহানির শিকার হয়েছেন তাদেরকে ৬ লাখ টাকা করে এবং আহতদের ৪ লাখ টাকা করে প্রদান হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই মর্মান্তিক অগ্নিদুর্ঘটনায় মারা যাওয়া প্রতিষ্ঠানের কোন কর্মচারীর পরিবারে শিশু থাকলে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তার পরিবারকে বেতনের সমপরিমাণ টাকা কর্তৃপক্ষ প্রদান করার ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া উপার্জনক্ষম সদস্য থাকলে চাকরির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেয় প্রতিষ্ঠানটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App