×

জাতীয়

৫- ১২ বছর বয়সী ছেলে মেয়েদের টিকা দেয়া হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২২, ০৮:০০ পিএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের ৫-১২ বছর বয়সী বাচ্চাদের কোভিট টিকা দেবার জন্য ভ্যাকসিন পাওয়া গেছে। তাদেরও টিকার আওতায় আনা হবে বলে জানান তিনি। রবিবার (৫ জুন) জাতীয় সংসদে জাসদের সদস্য শিরিন আখতারের এক সম্পূরক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, দেশের ৫ বছরের উপরে সকল জনগোষ্ঠীকে পর্যায়ক্রমে করোনা টিকার আওতায় আনা হবে । আগামী মাস থেকে এই কার্যক্রম শুরু হবে বলেও তিনি জানান। এমপি আব্দুল লতিফের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সমগ্র জনগোষ্ঠীর ৮০ ভাগ লোককে টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ৫ বছরের উপরের সকল জনগোষ্ঠীকে পর্যায়ক্রমে টিকা প্রদান করা হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, আমরা ১২ বছর পর্যন্ত করোনার ডোজ দিচ্ছি। এর পর ৫ বছরের উপরে সকলকে এই টিকা দেয়া হবে। ৫ বছরের উপরের টিকার ধরনও আলাদা, তবে আমরা এটা পেয়ে গেছি। এই মাসের (জুন) শেষে ৫ বছরের উপরের করোনা টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App