×

জাতীয়

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২২, ০১:২৪ পিএম

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি

চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডে আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মো. রেজাউল করিম, পিএসসিকে এবং সদস্য সচিব করা হয়েছে চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আনিসুর রহমানকে।

এ ঘটনায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। যা ক্রমেই বাড়ছে। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের ছয় কর্মী রয়েছেন। ভয়াবহ বিস্ফোরণে চারদিকের অন্তত ৪ থেকে ৫ কিলোমিটার এলাকা প্রচণ্ডভাবে কেঁপে উঠে। এ ঘটনায় দুই শতাধিক মানুষ আহত ও অগ্নিদগ্ধ হওয়ার খবর পাওয়া গেলেও এ সংখ্যা আরো বেশি হতে পারে। এছাড়া অনেক মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে ১৩ ঘণ্টায়ও আগুন নেভানো যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App