×

জাতীয়

পলাতকের পক্ষে মামলা নিয়ে আসলে আদালত অবমাননার রুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২২, ০১:০৯ পিএম

যদি কোনো আইনজীবী পলাতকদের পক্ষে মামলা নিয়ে আসলে তাদের বিরুদ্ধে আদালত অবমানরার রুল জারি করা হবে। সেইসঙ্গ আদালত বলেন, কোনো পলাতক আসামির মামলা শুনবেন না।

রবিববার (৫ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

উপস্থিত সব আইনজীবীদের উদ্দেশ্য করে আদালত বলেন, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেসব আসামি মামলার প্রসিডিংসের বাইরে রয়েছেন, কিংবা পলাতক রয়েছেন তাদের পক্ষে কেউ অ্যাপেয়ার করবেন না। এরপরও যদি কেউ পলাতকদের পক্ষে মামলা নিয়ে আসেন তাহলে সেই সব আইনজীবীদের বিরুদ্ধে কনটেম্পট রুল ইস্যু করবো।

এ সময় আদালতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক এবং দুদকের আইনজীবী খুরশিদ আলম খান উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান আইনের দৃষ্টিতে পলাতক। তার মামলা শুনে হাইকোর্ট ভুল করেছেন আপিল বিভাগের এমন রায় হাইকোর্টের একই বেঞ্চে দাখিল করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App