×

জাতীয়

জাতীয় প্রেসক্লাবের অভ্যন্তরে সন্ত্রাসী তৎপরতা বন্ধের আহবান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২২, ১০:০৭ পিএম

জাতীয় প্রেসক্লাবের অভ্যন্তরে সন্ত্রাসী তৎপরতা বন্ধের আহবান
জাতীয় প্রেসক্লাবের অভ্যন্তরে চলমান বিভিন্ন অনুষ্ঠানের নামে একটি রাজনৈতিক দলের সন্ত্রাসী তৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন। রবিবার (৫ জুন) এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। ক্লাব কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে বারবার অভিযোগ করেও ক্লাব সদস্যরা কোন প্রতিকার না পাওয়ায় নেতৃবৃন্দ বিস্ময় প্রকাশ করেন। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা প্রায় প্রতিদিন জোরপূর্বক ক্লাব অঙ্গনে সদস্যদের জন্য সংরক্ষিত জায়গায় ঢুকে পড়ছেন এবং সদস্যদের নাজেহাল করছেন। সাংবাদিকদের দ্বিতীয় বাড়ি হিসেবে পরিচিত এ অঙ্গনে এভাবে অতীতে কোন সময় এমন নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়নি উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনা এবং ক্লাবের অভ্যন্তরে নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App