×

সারাদেশ

চট্টগ্রামের চিকিৎসকদের চমেকে যাওয়ার আহ্বান, রক্তের জন্য হাহাকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২২, ০২:২৮ এএম

চট্টগ্রামের চিকিৎসকদের চমেকে যাওয়ার আহ্বান, রক্তের জন্য হাহাকার

চট্টগ্রাম মেডিকেরে আহত অগ্নিদগ্ধদের জন্য রক্তের হাহাকার। রবিবার রাতে হাসাপাতাল এলাকা থেকে তোলা। ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের সকল চিকিৎসকদের চমেক হাসপাতালে এসে সহযোগিতার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। রবিবার (৫ জুন) রাত সাড়ে ১২টার দিকে সিভিল সার্জন গণমাধ্যমের মাধ্যমে এই আহ্বান জানান। এদিকে আহত অগ্নিদগ্ধদের জন্য হাসপাতাল এলাকায় প্রয়োজনীয় রক্তের জন্যও চলছে হাহাকার। গভীর রাতে রোগীদের স্বজনদেরকে দেখা যাচ্ছে রক্ত চেয়ে প্লেকার্ড উচিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে।

সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম ডিপো নামের একটি বেসরকারি কন্টেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণ হয়েছে। অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছেন। এতে দগ্ধ হয়েছেন শতাধিক। আর আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কমপক্ষে চারজন কর্মী। এছাড়া এক পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্নসহ অন্তত নয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার রাত ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি-ঘরের জানালার কাঁচ ভেঙে পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App