×

আন্তর্জাতিক

ঐতিহাসিক ভুল করছেন পুতিন: ফ্রান্সের প্রেসিডেন্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২২, ০৯:৪৬ এএম

ঐতিহাসিক ভুল করছেন পুতিন: ফ্রান্সের প্রেসিডেন্ট

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: ভোরের কাগজ

ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ঐতিহাসিক ভুল’ করছেন বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ।

শুক্রবার (৩ জুন) দেশটির একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। খবর আল জাজিরার।

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিন ‘ইতিহাসের মৌলিক ভুল’ করে চলেছেন। যা মানবতাবিরোধী। পুতিনের উচিৎ বিষয়টি কূটনৈতিকভাবে সমাধা করা।

তিনি আরও বলেন, আমি তাকে বারবার বলেছি যে চলমান এই যুদ্ধে তিনি তার দেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন। তার নিজের জন্য এটি বড় ধরনের ভুল। আর ঐতিহাসিক ভুল তো করে চলেছেনই। আমি মনে করছি, তিনি কোণঠাসা হয়ে পড়েছেন।

এ সময় ম্যাক্রোঁ তাকে ইউক্রেনের রাজধানী কিয়েভে সফর করার অনুরোধ করেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু করে রাশিয়া। ইতোমধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোল দখলে নিয়ে রুশ বাহিনী। এ মুহূর্তে পূর্ব ইউক্রেনের ডনবাস উপত্যকায় অবস্থিত ডোনেৎস্ক ও লুহানস্ক দখলে মরিয়া হয়ে উঠেছে রুশ বাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App