×

শিক্ষা

সাপ ও মানুষের বন্ধুত্ব তৈরিতে ছুটে বেড়ান যে তরুণেরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২২, ০৯:৪৭ পিএম

সাপ ও মানুষের বন্ধুত্ব তৈরিতে ছুটে বেড়ান যে তরুণেরা

এখন পর্যন্ত প্রায় দেড় হাজারের বেশি সাপ উদ্ধার করে দলটি

দুই হাজার আঠারো সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাপ উদ্ধারের জন্য একটি দল তৈরি করেন মাহফুজুর রহমান। মূলত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সাপ ঢুকলে বা আটকে পড়লে অনেকেই এগুলোকে মেরে ফেলতো।

এই সাপগুলোকে বাঁচাতেই উদ্যোগ নেন মাহফুজ, এবং তৈরি করেন ডিপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন নামে একটি সংগঠন। পরবর্তীতে সারা দেশে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে একটি দল তৈরি করেন যারা দেশের নানান প্রান্তে মানুষের ঘর বাড়িতে আটকে পড়া এবং আহত সাপ উদ্ধার করেন। খবর বিবিসির।

তারা চিকিৎসা দিয়ে সাপগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করেন। এখন পর্যন্ত প্রায় দেড় হাজারের বেশি সাপ উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড়া এই দলটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App