×

জাতীয়

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২২, ০২:১৮ পিএম

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার নজরুল ইসলাম। ছবি: ভোরের কাগজ

রাজধানীর মোহাম্মদপুর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম- মো. নজরুল ইসলাম (৬৯)। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামী তিনি। শুক্রবার (৩ জুন) অভিযান চালিয়ে র‌্যাব-৫ এর একটি দল গ্রেপ্তার করে তাকে। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে র‌্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ.ন.ম ইমরান খান ভোরের কাগজকে বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মনবতাবিরোধী অপরাধ সংঘটনের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৩ জনকে ফাঁসির আদেশ দেন।

আসামীরা হলেন-রেজাউল করিম মন্টু, শহিদ মন্ডল ও মো. নজরুল ইসলাম। এর মধ্যে নজরুল ইসলাম পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত নজরুল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নওগাঁর বদলগাছি থানার পাহাড়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে স্বাধীনতার পক্ষের নিরীহ-নিরস্ত্র বেশ কয়েকজনকে হত্যাসহ অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, ঘরবাড়ি লুন্ঠন ও অগ্নিসংযোগ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App