×

শিক্ষা

ঢাবি ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র মাঝামাঝি মানের, খুশি শিক্ষার্থীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২২, ০১:৩২ পিএম

ঢাবি ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র মাঝামাঝি মানের, খুশি শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনের সামনে অভিভাবকদের ভিড়। ছবি: ভোরের কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবসায় অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড মানের ছিলো এবং এ প্রশ্নে তারা খুশি বলে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে। শুক্রবার (৩ জুন) বেলা ১১টায় এ পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয়। পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে আসা কয়েকজন পরীক্ষার্থী এ তথ্য জানান। ডেমরার ডা. মাহুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থী ইয়াসিন আরাফাত সানি ভোরের কাগজকে বলেন প্রশ্ন সহজও না আবার কঠিনও ছিলো না। মাঝামাঝি মানের ছিলো। যারা পড়াশোনা করেছে তারা ভালোভাবে উত্তর করতে পেরেছে। সাভার ব্যাংক কলোনির ল্যাবরেটরি কলেজ থেকে আগত পরীক্ষার্থী রিফাত আহম্মেদ সোহান বলেন, ওভারল পরীক্ষার প্রশ্ন সহজ ছিল। তবে হিসাববিজ্ঞান অংশটি কঠিন হয়েছে। ক্যালকুলেটর ব্যবহার ছাড়া অঙ্ক করা কঠিন ছিল। আর বাকি সব ঠিকঠাক। এদিকে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী রাহিমা হোসেন বলেন, আমি ৬০টি নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরই করেছি। লিখিত অংশটুকু একটু খারাপ হয়েছে। তবে মানের বিচারে প্রশ্ন সহজও না, আবার কঠিনও না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App