×

শিক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষায় 'গ' ইউনিটের উপস্থিতি ৯৮ শতাংশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২২, ০২:৫৪ পিএম

ঢাবির ভর্তি পরীক্ষায় 'গ' ইউনিটের উপস্থিতি ৯৮ শতাংশ

প্রক্টর অধ্যাপক ড.এ কে এম গোলাম রব্বানী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী উপস্থিতির হার ৯৮ শতাংশের উপরে ছিল বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.এ কে এম গোলাম রব্বানী।

শুক্রবার (৩ জুন) পরীক্ষা শেষে প্রক্টর অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান।

এসময় তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা যে তথ্য পেয়েছি সে অনুযায়ী খুলনায় ৯৮.৫ শতাংশ, রাজশাহীতে ৯৮.৫ শাবিপ্রবিতে ৯৭.৪৯ শতাংশ, চবিতে ৯৮. ৩৪ শতাংশ শিক্ষার্থী উপস্থিতি ছিল। সবমিলিয়ে ৯৮ শতাংশের উপরে উপস্থিতি ছিল বলা যায়।

প্রক্টর আরো বলেন, সফলভাবে আনন্দময় পরিবেশে প্রত্যাশিতভাবে পরীক্ষা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তাদের সহকর্মীরা, আইন শৃঙ্খলা বাহিনী, মিডিয়া, রাজনৈতিক সংগঠন সবার সহযোগিতা ছিল। ছাত্র সংগঠনগুলো ফুল দিয়েছে, সহায়তা করেছে৷ অভিভাবকেরাও সহযোগিতা করেছেন৷ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ আমরা পাইনি৷ উপস্থিতিও ছিল খুব ভালো। নিরবচ্ছিন্ন শিক্ষাকার্যক্রম চালিয়ে নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের দ্রুত কর্মজীবনে পাঠিয়ে দেওয়ার দৃঢ় অঙ্গীকার, লস্ট রিকভারি প্ল্যান সেটাতে এগিয়ে যাচ্ছি।

আজ 'গ' ইউনিটের পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বছরের ভর্তি যুদ্ধ শুরু হয়। বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয়। মোট ১০০ নাম্বারের এ ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হয়।

শিক্ষার্থীদের সুবিধার দিকটি বিবেচনায় নিয়ে গত বছরের ন্যায় এবছরও ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড আখতারুজ্জামান শিক্ষার্থীদের অর্থ, সময় এবং শ্রম লাঘব করার জন্য ঢাকার বাইরে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জানিয়ে বলেন, ঢাকার বাইরের পরীক্ষা পরীক্ষা কেন্দ্রগুলোতে আমাদের বিভিন্ন অনুষদের ডীন সমন্বয়কের দায়িত্ব পালন করছেন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দরাও আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। আমরা খোঁজখবর নিয়ে জানতে পারলাম গতবছরের মত এবছরও পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, এ বছর 'গ' ইউনিটে ৯৩০ টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩০, ৭১৯জন। প্রতিটি আসনের বিপরীতে লড়েছেন প্রায় ৩৩ জন করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App