×

অর্থনীতি

ডিজিটাল পদ্ধতিতে পাওয়া যাবে ৫০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২২, ০৯:২৬ এএম

ডিজিটাল পদ্ধতিতে পাওয়া যাবে ৫০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণ

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংক ১০০ কোটি টাকা ক্ষুদ্র ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে। এই স্কিমের আওতায় ডিজিটাল পদ্ধতিতে পাওয়া যাবে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ক্ষুদ্র ঋণ।

বৃহস্পতিবার (২ জুন) এমন তথ্যই প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগের নাম দেয়া হয়েছে ‘ডিজিটাল ক্ষুদ্র ঋণ’।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই স্কিম থেকে প্রথমে ৫০ কোটি টাকা বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে বিতরণ করা ঋণের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হওয়া সাপেক্ষে দ্বিতীয় পর্যায়ে আরও ৫০ কোটি টাকার পুনঃঅর্থায়ন করা হবে। ভবিষ্যতের চাহিদা বিবেচনায় পুনঃঅর্থায়নের পরিমাণ বাড়ানো হবে।

গ্রাহক পর্যায়ে সুদের হার ৯ শতাংশ হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। ঋণ নেয়ার ছয় মাসের মধ্যে গ্রাহককে তা পরিশোধ করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App