×

জাতীয়

খুলনা বিভাগীয় দুদক কার্যালয়ে আগুনে পুড়েছে গুরুত্বপূর্ণ নথি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২২, ০১:০০ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা বিভাগীয় কার্যালয়ের তৃতীয় তলার ছয়টি কক্ষে আগুনে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

দুদকের ডিএডি কামরুজ্জামান জানান, বিকেল পাঁচটায় অফিস ছুটির পর বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী অফিস থেকে বেরিয়ে যান। পৌনে ছয়টার দিকে হঠাৎ তৃতীয় তলায় শব্দ এবং পরে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস সদস্যরা দরজার তালা ও জানালার কাঁচ ভেঙে ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কিন্তু ততক্ষণে আগুনে ফাইল ও কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এদিকে দুদকের পরিচালক মঞ্জুর মোরশেদ ও উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বর্তমানে দেশের বাইরে প্রশিক্ষণে আছেন।

ফায়ার সার্ভিসের পরিদর্শক আজিজুর রহমান জানান, আগুনে ছয়টি কক্ষের গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও শনাক্ত করা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App