×

জাতীয়

উখিয়ার পালংখালীতে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২২, ০১:২৪ পিএম

উখিয়ার পালংখালীতে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়ার পালংখালী থেকে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার করে বিজিবি। ছবি: ভোরের কাগজ

বিজিবি কক্সবাজারের উখিয়ার পালংখালী এলাকা থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ার ফলে তাদের গ্রেপ্তার করা যায়নি।

মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালীর রহমতের বিল নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। রাত তিনটা ৪০ মিনিটের দিকে কয়েকজন ইয়াবা চোরাকারবারি পায়ে হেঁটে মিয়ানমার থেকে বাংলাদেশে আসে। বিজিবি টহল দল চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে গুলিবর্ষণ শুরু করে তারা।

বিজিবি টহল দলও এ সময় চোরাকারবারিদের লক্ষ্য করে পাল্টা গুলিবর্ষণ শুরু করে। এক পর্যায়ে তাদের সঙ্গে থাকা ব্যাগ ফেলে নদী পার হয়ে কেওড়া বাগানের মধ্যে দিয়ে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে এক লাখ পিস বার্মিজ ইয়াবা আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক তিন কোটি টাকা। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App