×

জাতীয়

ডিমের খাঁচায় ছয় লাখ টাকার গাঁজা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২২, ১০:৩৭ পিএম

ডিমের খাঁচায় ছয় লাখ টাকার গাঁজা

ডিমের খাঁচায় গাঁজায় পরিবহনকালে বৃহস্পতিবার এক কিশোরকে গ্রেপ্তার করে র‌্যাব। ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রায়ই নানা অভিনব কৌশল ব্যবহার করছে পাচারকারীরা। এবারো ডিমের খাঁচায় গাঁজার একটি বড় চালান পাচারের চেষ্টাকালে র‌্যাবের জালে ধরা পড়ে পাচারকারী। তার নাম মো. রায়হান মিয়া ওরফে টিক্কা মিয়া (২০)। মুন্সিগঞ্জের সিরাজদীখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব মিডিয়া ও আইন শাখার সহকারী পরিচালক আ. ন. ম ইমরান খান বৃহস্পতিবার (২ জুন) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানাধীন ইছাপুর এলাকায় একটি গাজাঁর চালান আসছে জানতে পেরে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান আটক করে র‌্যাব। এ সময় ডিমের খাচা ভর্তি গাড়িটি তল্লাশী চালালে ধরা পড়ে গাঁজার চালান আনার অভিনব কৌশল। দেখা যায় বর্গাকার ডিমের খাচার মাঝখানের অংশ কেটে স্কচটেপে মোড়ানো গাঁজার প্যাকেট ভরা হয়েছে। তিনি আরো বলেন, পাচারের জন্য মোট ১০টি প্যাকেট করা হয়েছিল। প্যাকেটগুলো থেকে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ছয় লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন ধরে মুন্সিগঞ্জের সিরাজদীখানসহ দেশের বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App