‘৩ মিনিটের চলচ্চিত্র প্রতিযোগিতা ও উৎসব’ অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (২ জুন)। বিকেল তিনটায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন উক্ত অনুষ্ঠানের জুরি বোর্ডের চেয়ারম্যান ও বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মানজারেহাসীন মুরাদ এবং বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির সচিব মো. আছাদুজ্জামান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।