বিএনপি এখনও সন্ত্রাসের রাজনীতি আঁকড়ে ধরে রেখেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ আইইবি সেমিনার হলে, পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের এই হাই-প্রোফাইল নেতা বলেন, বিএনপির নেতাকর্মীরা এখনও ১৯৭৫ এর হাতিয়ার গর্জে ওঠার শ্লোগান দেয়। এ থেকেই প্রমাণিত হয় বিএনপি হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি থেকে বের হতে পারেনি। তাদের ভিশন থার্টি এখনও ডিপফ্রিজে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করে ফেলেছেন। সামনে একের পর এক প্রকল্প উদ্বোধন হবে। দেশের মানুষ খুশি। কিন্তু বিএনপি সেটা সহ্য হচ্ছে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।