×

জাতীয়

বাবু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২২, ০১:২৯ পিএম

বাবু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে স্টেশনারি দোকানদার কাজী জহুরুল ইসলাম বাবু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মে ) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নাম এমদাদুল হক ওরফে গন্ডার। এছাড়া তিন আসামি এমদাদুলের দুই ভাই শহিদুল্লাহ, মনির ও তাদের সহযোগী আজাদুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া সব আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। আসামিদের মধ্যে শহিদুল্লাহ পলাতক রয়েছেন। বাকি তিন আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৭ জুলাই সকালে পূর্বশত্রুতার জেরে স্টেশনারি দোকানি কাজী জহুরুল ইসলাম বাবুকে মিরপুরের মধ্য মনিপুর এলাকার বাসা থেকে ডেকে ছুরিকাঘাতে হত্যা করে আসামিরা। এ ঘটনায় সেদিনই নিহতের ভাই কাজী তাজুল ইসলাম মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ২৬ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমানুর হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App