×

চিত্র বিচিত্র

কাগজের বিমান তৈরি করে বিশ্ব রেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২২, ১১:১০ এএম

কাগজের বিমান তৈরি করে বিশ্ব রেকর্ড

প্রতীকী ছবি

ছেলেবেলায় আমরা কাগজ দিয়ে কত-কিছু বানাতাম। নৌকা, পুতুল কিংবা বিমান তার মধ্যে অন্যতম। যা কিছু বানাতাম তার জীবনকাল ছিল ১৫ থেকে ২০ মিনিট। খুব বেশি হলে এক ঘণ্টা। কিন্তু এই কাগজের বিমান তৈরি করেই বিশ্ব রেকর্ড করেছেন দক্ষিণ কোরিয়ার দিগু শহরের বাসিন্দা কিম কিজু টি।

চলতি বছরের ১৬ এপ্রিল তিনি কাগজের বিমান তৈরি করে বিশ্বরেকর্ড করেন। কাগজের বিমান তৈরি মাধ্যমে জু আইয়ুব ও জন এম. কলিন্সের রেকর্ড ভেঙেছেন। খবর অডিটিসেন্ট্রালের।

কিম কিজু টিকে কাগজের বিমান তৈরির কাজে সহযোগিতা করেন তার এক সঙ্গী চি ই জিয়ান এবং ফোল্ডিং পেপার দিয়ে মোড়ক তৈরির কাজে সহযোগিতা করেন আরেক সঙ্গী শিন মু জুন। এর মধ্যে চি ই জিয়ান মালয়েশিয়া থেকে কিজুকে সহযোগিতা করতে এসেছেন এবং তাদের দুজনের সঙ্গে তার আগে থেকে পরিচয় ছিল না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App