×

পুরনো খবর

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৪০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২২, ০৭:১৭ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি, তবে শনাক্ত হয়েছেন ৪০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৭৯ শতাংশ। এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ১৩০ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৪৪৭ জন।

রবিবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর  থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সুস্থ হয়েছেন ২১৫ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৪২২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৯৩ টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৫৫টি। এখনও পর্যন্ত মোট এককোটি ৪১ লাখ ১২ হাজার ৯০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ০ দশমিক ৭৯ শতাংশ এবং এ পর্যন্ত মোট ১৩ দশমিক ৮৪ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৩৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App