×

রাজধানী

ডিআইজিদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান আইজিপির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২২, ১০:৪১ পিএম

ডিআইজিদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান আইজিপির

রবিবার বিকালে পুলিশ সদরদপ্তরের হল অব প্রাইডে র‌্যাংক ব্যাচ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছবি: ভোরের কাগজ

সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৩২ ডিআইজিকে র‌্যাংক ব্যাচ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ডিআইজিদের বলেন, দেশ, সরকার ও সংগঠন হিসেবে বাংলাদেশ পুলিশ আপনাদের অনেক দিয়েছে। এখন দেয়ার পালা শুধু আপনাদের। আপনারা দেশ, জনগণ এবং পুলিশ বাহিনীর জন্য কাজ করবেন।

রবিবার (২৯ মে) বিকালে পুলিশ সদরদপ্তরের হল অব প্রাইডে র‌্যাংক ব্যাচ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আইজিপি বলেন, মেধা ও যোগ্যতার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে দেশ ও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে আপনাদের। এ সময় আইজিপি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (এঅ্যান্ডআই) ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে মো. মোজাম্মেল হক ও সৈয়দ নুরুল ইসলাম বক্তব্য রাখেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা দেশ ও জনগণের কল্যাণে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App