×

স্বাস্থ্য

অবৈধ ক্লিনিক, ডায়গনেস্টিকের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২২, ১২:১৮ পিএম

অনিবন্ধিত ক্লিনিক ও ডায়গনেস্টিক সেন্টারের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চলছে। সেইসঙ্গে রবিবার (২৯ মে) সরকারের বেঁধে দেয়া সময়ও শেষ হচ্ছে। এরআগে গত ২৬ মে ৭২ ঘন্টা সময় বেঁধে দিয়ে অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই দিন থেকেই দেশের বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়।

এ পর্যন্ত সারাদেশে অভিযান চালিয়ে প্রায় ১৫০টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। আজ রাজধানীর মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, উত্তরা ও ঢাকা মেডিকেল কলেজ এবং তার আশপাশের এলাকায় অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার বন্ধে অভিযান চালাবে স্বাস্থ্য অধিদপ্তর। দেশব্যাপী কী সংখ্যক অনিবন্ধিত ক্লিনিক আছে, এই অভিযানে কয়টি বন্ধ হয়েছে এবং এ অভিযান সম্পর্কিত সার্বিক বিষয় নিয়ে আজ বেলা সাড়ে ৩টায় স্বাস্থ্য অধিদপ্তর ব্রিফিং করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App