মদনে ভোরের কাগজের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

আগের সংবাদ

নির্বাচনে পেশি শক্তির মানসিকতা পরিহার করতে হবে: সিইসি

পরের সংবাদ

মনপুরায় ব্যাংক এশিয়ার স্থান পরিবর্তন ও নতুন অফিস উদ্বোধন

প্রকাশিত: মে ২৯, ২০২২ , ২:২১ অপরাহ্ণ আপডেট: মে ২৯, ২০২২ , ২:২১ অপরাহ্ণ

ভোলার মনপুরায় ব্যাংক এশিয়ার হাজীর হাট ইউডিসি শাখার স্থান পরিবর্তন ও নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। অফিসটি হাজীর হাট উপজেলা রোড থেকে সদর রোডের সিরাজ চত্বর জিরো পয়েন্টে স্থানান্তর করা হয়েছে। রবিবার (২৯ মে) সকাল ১০টায় মিলাদ ও দোয়া মোনাজাতের মাধ্যমে অফিসটি উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি তৈয়বুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. বায়েজীদ কামাল, হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মনপুরা প্রেসক্লাব সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আজম, হাজীর হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, ইউনিয়ন যুবলীগ আহবায়ক মো. ইলিয়াস চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী অহিদ মাতাব্বর, আব্দুল হালিম প্রমুখ।

রি-এসএমএস/ইভূ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়