×

সারাদেশ

ভোরের কাগজের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২২, ০২:৩৫ পিএম

ভোরের কাগজের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

শনিবার ভোরের কাগজের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়। ছবি: ভোরের কাগজ

ভোরের কাগজে কুমিল্লা আওয়ামী লীগ নেতা আরফানুল হকের মাদক সংশ্লিষ্টতার তথ্যভিত্তিক খবর প্রকাশের জেরে প্রকাশক-সম্পাদকসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে কুমিল্লার জজ আদালতে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মেহেরপুরে আজ শনিবার (২৮ মে) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় মেহেরপুর সাংবাদিক সমাজের আয়োজনে মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি মাহাবুব চান্দু, সংবাদ প্রতিনিধি রফিকুল আলম, প্রথম আলো প্রতিনিধি আবু সাইদ, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি বেন ইয়ামিন মুক্ত, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইত্তেফাকের গাংনী প্রতিনিধি আমিরুল ইসলাম অল্ডাম, সময়ের আলো প্রতিনিধি তৌহিদ দোলা রেজা, সাংবাদিক মুজাহিদ মুন্না, জবাবদিহি প্রতিনিধি এ সিদ্দিকী শাহিন, ভোরের কাগজের জেলা প্রতিনিধি মর্তুজা ফারুক রুপক এবং মুজিবনগর প্রতিনিধি হাসান মোস্তাফিজুর রহমান।

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক বাংলা টিভি ও ঢাকা পোস্টের মেহেরপুর প্রতিনিধি আক্তারুজ্জামান এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০১৮ সালের ৯ জানুযারি দেশের শীর্ষ স্থানীয় মাদক কারবারিদের একটি তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের নাম শীর্ষে রয়েছে। কুমিল্লার প্রতিবেদক এম ফিরোজ ১৫ মে ‘কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কাণ্ডারি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করলে রিফাত ১৭ মে কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালত-১ এ ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেন। হয়রানি মূলক এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।

বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না। আমরা শত বাধা বিপত্তির মুখে দাড়িয়েও আমরা সাদাকে সাদা আর কালোকে কালো বলবো। যথেষ্ট তথ্য প্রমাণ থাকার পরও মামলা করা মানে সাংবাদিকদের দমিয়ে রাখার বৃথা চেষ্টা। মামলা প্রত্যাহার করা না হলে মেহেরপুর থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে মেহেরপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক ও কালের কন্ঠ পত্রিনিধি ইয়াদুল মোমিন, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সহ সভাপতি নাসের চৌধুরি, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাহাবুবুল হক পোলেন, সিনিয়র সাংবাদিক মেহের আমজাদ, সাংবাদিক জি এফ মামুন লাকি, আমাদের অর্থনিতির প্রতিনিধি মাসুদ রানা, বর্তমান পত্রিকার প্রতিনিধি আতিক স্বপন, ঢাকা মেইল প্রতিনিধি তোফায়েল হোসেন, মেহেরপুর প্রতিদিনের সিনিয়র রিপোর্টার ও আমাদের নতুন সময় প্রতিনিধি সিরাজুদ্দোজা পাভেল, সাংবাদিক আতাউর রহমান, মেহেরপুর নিউজের স্টাফ রিপোর্টার মেহেরাব হোসেন, দৈনিক অধিকার প্রতিনিধি শাকিল রেজা, সাইমুন আহাম্মেদ, দৈনিক আকাশ খবর প্রতিনিধি ফয়সাল আহাম্মেদ, সাংবাদিক সুজন শাহ, নয়ন আহাম্মেদ, সময়ের সমীকরণ প্রতিনিধি সোহানুর রহমান সোহান, মেহেরপুর নিউজের মুজিবনগর প্রতিনিধি ডালিম সরোয়ারসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মাদকবিরোধী অভিযানের আগে ২০১৮ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শীর্ষ মাদক কারবারি ও এর পৃষ্ঠপোষকদের একটি তালিকা তৈরি করা হয়। ওই তালিকায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের নাম রয়েছে। ওই তথ্যের ভিত্তিতে গত ১৫ মে ভোরের কাগজে ‘কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কান্ডারি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এর জের ধরেই মানহানির মিথ্যা মামলা দায়ের করেছেন রিফাত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App