×

সারাদেশ

বিয়ে বাড়িতে খাবার খেয়ে বরযাত্রীসহ ৪০ জন হাসপাতালে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২২, ০১:০৮ পিএম

বিয়ে বাড়িতে খাবার খেয়ে বরযাত্রীসহ ৪০ জন হাসপাতালে

শুক্রবার কক্সবাজারের মহেশখালীতে বিয়ে বাড়িতে খাওয়াদাওয়া শেষে অসুস্থ হয়ে চিকিৎসাধীন হন অন্তত ৪০ জন। ছবি: ভোরের কাগজ

বিয়ে বাড়িতে খাবার খেয়ে বরযাত্রীসহ ৪০ জন হাসপাতালে

শুক্রবার কক্সবাজারের মহেশখালীতে বিয়ে বাড়িতে খাওয়াদাওয়া শেষে অসুস্থ হয়ে চিকিৎসাধীন হন অন্তত ৪০ জন। ছবি: ভোরের কাগজ

কক্সবাজারের মহেশখালীতে এক বিয়ে বাড়িতে খাবার খেয়ে ৪০ জন ডায়রিয়া ও পেট ব্যাথায় ভুগছে।

পৌরসভার পুটিবিলা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের সঙ্গে বড় মহেশখালীর দক্ষিণ জাগিরাঘোনার জৈনক সলিমের মেয়ের বিয়েতে খাওয়াদাওয়া শেষে বরযাত্রীসহ অন্তত ৪০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ধারণা করছেন, খাদ্যে ভেজাল থাকার ফলে এমন অঘটন ঘটেছে।

স্থানীয় সূত্রে যানা যায়, শুক্রবার দুপুরে পৌরসভার পুটিবিলা এলাকায় বিয়ে বাড়িতে বরপক্ষ আসার পর খাওয়াদাওয়া শুরু হয়। উভয় পক্ষের বেশিরভাগ মানুষ একসঙ্গে খেতে বসেন। খাওয়ার পর রাতেই অনেকের পেটব্যথা শুরু হয়। ধীরে ধীরে তা ডায়রিয়ায় পরিণত হয়। রাত সাড়ে নয়টা থেকে এখন পর্যন্ত অন্তত ৪০ জনকে মহেশখালী হাসপাতালে নেয়া হয়।

বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থদের মধ্যে একজন শেফা আক্তার (১৮) বলেন, শুক্রবার দুপুরে বিয়ের অনুষ্ঠানে খাওয়াদাওয়া করি। পরে পেটব্যথা ওঠে। রাতে ডায়রিয়া হওয়ার পর দুপুরে মহেশখালী হাসপাতালে ভর্তি হই। আমাদের সঙ্গে যারা খেয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই অসুস্থ হয়ে পড়েন।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হক এ বিষয়ে জানান, বিয়ে বাড়ির অনুষ্ঠানে যারা অংশ নিয়েছেন তাদের অনেকেই পেটব্যথা নিয়ে শুক্রবার রাত নয়টা থেকে এখন পর্যন্ত অন্তত ৪০ জন চিকিৎসাধীন রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App