×

জাতীয়

ফেরি বিকল হওয়ায় পাটুরিয়ায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২২, ০৫:০৪ পিএম

ফেরি বিকল হওয়ায় পাটুরিয়ায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ফাইল ছবি

পদ্মায় তীব্র স্রোতের কারণে পারাপারে সময় বেশি লাগায় এবং তিনটি ফেরি বিকল হওয়ায় পাটুরিয়ায় ফেরিঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শনিবার (২৮ মে) বিকেল পর্যন্ত যাত্রীবাহী বাসসহ শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় ছিল। নদীতে পানি বেড়ে যাওয়ার কারণে ৫টি ফেরিঘাটের মধ্যে ৪টি ঘাট সচল রয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানিয়েছেন, ১৭টি ফেরির মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে পাটুরিয়ায় ৩টি ফেরি বিকল হয়েছে। ফেরিগুলোকে পাটুরিয়ার ভাসমান কারখানায় নিয়ে আসার পর মেরামত কাজ শুরু হয়েছে। মেরামত শেষে সন্ধ্যার দিকে তিনটি ফেরি আবারো বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে যাত্রীবাহী বাসগুলো আগে পারাপারের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরো বলেন, একদিকে নদীতে তীব্র স্রোতের কারণে অপেক্ষাকৃত ধীর গতিতে ফেরি যাতায়াত করতে হচ্ছে। এতে সময় বেশি লাগছে। অন্যদিকে তিনটি ফেরি বিকল হওয়ায় পারাপারের জন্য ফেরির সংখ্যা কমেছে। পাটুরিয়ায় ৫টি ফেরিঘাটের মধ্যে ৪টি ঘাট সচল রয়েছে। নদীতে পানি বাড়ায় প্রতিটি ঘাটের পন্টুন মধ্যম স্তরে ওঠানো হয়েছে। এসব কারণে পাটুরিয়া ঘাটে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। বিকেলেও শতাধিক বাসসহ বিভিন্ন ধরনের যানবাহনের জট লেগেছে। এছাড়া পণ্যবাহী শতাধিক ট্রাকও পারাপারের অপেক্ষায় রয়েছে।

পাটুরিয়া ঘাট এলাকায় ট্রাফিক পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল জোবায়ের জানান, নদীতে পানি বাড়ায় স্রোতের সৃষ্টি হয়েছে। এতে ফেরিগুলো ধীরগতিতে চলাচল করছে। ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। এ ছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে রো রো ফেরি শাহ পরান এবং কে-টাইপ ফেরি চন্দ্রমল্লিকা ও মাধবীলতা পাটুরিয়ায় ভাসমান কারখানায় মেরামত করা হচ্ছে। ফলে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের জটলা তৈরি হয়েছে। তবে ঘাট এলাকায় শৃঙ্খলার সঙ্গে যানবাহন পারাপারে পুলিশ কাজ করছে।

জানা গেছে, সকাল থেকেই যানজটের সৃষ্টি হয়েছে। ফেরির নাগাল পেতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। যাত্রীবাহী বাসগুলো পাটুরিয়ার ৩ নম্বর ফেরিঘাট থেকে পাটুরিয়া-উথলী সংযোগ সড়কের আরসিএল মোড় পর্যন্ত এক কিলোমিটার এলাকায় সারিবদ্ধভাবে অপেক্ষার প্রহর গুনতে থাকে। পাটুরিয়া ট্রাক টার্মিনালে পণ্যবাহী শতাধিক ট্রাক নদী পারাপারের অপেক্ষায় ছিল বলে জানা গেছে।

পাটুরিয়ার ৩ নম্বর ঘাট এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের যাত্রী আবদুর রশিদ জানান, ফরিদপুরে যাচ্ছিলেন। কয়েক ঘণ্টা ধরে আরসিএল মোড় এলাকায় অপেক্ষা করছেন।

সাতক্ষীরাগামী অপর এক যাত্রী জানান, তিন কিলোমিটারের নৌপথ পাড়ি দিতে দুই ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছেন। কখন ফেরিতে উঠতে পারবেন তা জানেন না।

এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যানবাহনের স্বল্পতার কারণে ফেরি ছাড়তে বিলম্ব ঘটছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App