×

জাতীয়

ঢাকা-দিল্লি জেসিসি বৈঠক পিছিয়ে ১৮-১৯ জুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২২, ১০:৫৮ এএম

আগামী ৩০ মে ঢাকা-দিল্লির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিটির (জেসিসি) বৈঠক পিছিয়ে ১৮-১৯ জুন করা হয়েছে। শনিবার (২৮ মে) দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

আজ পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গুয়াহাটিতে সাংবাদিকদের বলেন, বৈঠকটি পরে অনুষ্ঠিত হবে। আমি এখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি এবং অনেক বিষয়ে আলোচনা করেছি।

শুক্রবার রাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে রেডিসন হোটেলে গোহাটিতে একান্ত সাক্ষাৎ হয়। সেখানেই বৈঠকটি কিছুদিন পরে করার সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে আসামের গোহাটিতে নদী সম্মেলনে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের বিভাগীয় প্রতিনিধিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App