×

জাতীয়

‘ভারত-বাংলাদেশ দুই দেশেই পি কে হালদারের বিচার হবে’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২২, ০৭:৪৩ পিএম

‘ভারত-বাংলাদেশ দুই দেশেই পি কে হালদারের বিচার হবে’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মোজাম্মেল হক খান

ভারতে হাজার কোটি টাকা পাচারকারী প্রশান্ত কুমার (পি কে) হালদারের বাংলাদেশ ও ভারত উভয় দেশেই বিচার হবে। এমন বার্তাই দিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মোজাম্মেল হক খান।

শুক্রবার (২৭ মে) সকালে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকার একটি কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

দুদক কমিশনার বলেন, পি কে হালাদার বাংলাদেশের নাগরিক, দেশের অর্থ পাচারের সঙ্গে জড়িত। অর্থ পাচারের মহানায়ক। তার সহযোগীদের বিরুদ্ধে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। ভারতে গ্রেপ্তার পি কে হালাদারের সহযোগীরা অর্থ পাচারের বিষয়টি আদালতের কাছে জবানবন্দি দিয়েছেন। পি কে হালাদারকে দেশে ফিরিয়ে এনে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে পারলে আরও অজানা তথ্য বেরিয়ে আসবে। এসব তথ্য মামলা নিষ্পত্তি করতে সহায়তা করবে।

আরও পড়ুন : দশ দিনের রিমান্ড শেষে আদালতে পি কে হালদার

এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এ কে এম সোহেল, দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগের পরিচালক মো. আক্তার হোসেন, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান এ কে এম শোয়েব, মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন, মাদারীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রীনিবাস দেবনাথ, দুর্নীতি দমন কমিশনের মাদারীপুরের উপপরিচালক আতিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিনসহ আরও অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App