×

আন্তর্জাতিক

আর্থিক সংকটে বিবিসি, ছাঁটাই হচ্ছেন হাজারো কর্মী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২২, ০৮:২৬ পিএম

আর্থিক সংকটে বিবিসি, ছাঁটাই হচ্ছেন হাজারো কর্মী

বিবিসি। ফাইল ছবি

রূপান্তর ও আর্থিক সংকটের জন্য এক হাজার কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বৃহস্পতিবার (২৬ মে) বিবিসির ঘোষণায় বলা হয়েছে, প্রথাগত সম্প্রচারমাধ্যম থেকে ডিজিটাল মাধ্যমে রূপান্তরে অগ্রাধিকার ও করোনাভাইরাস মহামারিতে ব্যাপক অর্থনৈতিক চাপ মোকাবিলায় এক হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। এর জন্য ‘ডিজিটাল ফার্স্ট পাবলিক সার্ভিস মিডিয়া অর্গানাইজেশন’ গঠন করা হবে।

ঘোষণায় আরও বলা হয়, পাঠক যেমন খবর চায়, তেমন খবর পরিবেশন করা হবে। এ লক্ষ্যে আধুনিক বিশ্বের সঙ্গে খাপ খাওয়াতে ধাপে ধাপে বেশ কিছু পরিবর্তন আসবে। বিবিসি ওয়ার্ল্ডকে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে ২৪ ঘণ্টার একক একটি নিউজ চ্যানেল হিসেবে গড়ে তোলা হবে। বিশ্বের বিভিন্ন ভাষার পরিষেবাগুলো একটি একক ডিজিটাল ওয়ার্ল্ড সার্ভিসে পরিণত করায় শিশুদের চ্যানেল সিবিবিসি, বিবিসি ফোর ও রেডিও ফোর এক্সট্রা চ্যানেলের প্রথাগত সম্প্রচার বন্ধ হয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App