লাঞ্চ বিরতির পর নিজের খেলা দ্বিতীয় বলে ফিফটি তুলে নেন লিটন। তবে ফিফটির পর টিকতে পারেননি আগের ম্যাচের এই সেঞ্চুরিয়ান। জুটির সেঞ্চুরি হওয়ার পরেই ফার্নান্দোকে ক্যাচ দিয়ে ফেরেন লিটন(৫২)। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টিকলেন না সাকিবও। আউট হলেন ৭২ বলে ৫৮ রান করে।
চতুর্থ দিন শেষে সাকিব বলেছিলেন, শেষ দিনে অন্তত তিন ঘণ্টা ব্যাট করতে চান তিনি। যেতে পেরেছেন সেটির কাছাকাছি, ক্রিজে ছিলেন ২ ঘণ্টা ২১ মিনিট। ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানে ব্যাট করছে বাংলাদেশ। লিড ২৮ রান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।