ঢাকায় ফেনসিডিল সরবরাহ করত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার

আগের সংবাদ

সব ব্যাংকে ডলারের দাম হবে ৯০ টাকার নিচে

পরের সংবাদ

বাংলাদেশ ক্রিকেট দলে পরিবর্তনের আভাস ডমিঙ্গোর

প্রকাশিত: মে ২৭, ২০২২ , ৯:৩৩ অপরাহ্ণ আপডেট: মে ২৭, ২০২২ , ৯:৩৩ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট দলে পরিবর্তনের আভাস দিয়েছেন প্রধান প্রশিক্ষক (কোচ) রাসেল ডমিঙ্গো। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেটের পর লিটন-মুশফিকের ব্যাটিং জুটি ক্রীড়ামোদীদের আশা জুগিয়েছিল। কিন্তু তাদের প্রতিরোধের দুর্গ ভাঙার পর বাকিদের আউট হতে সময় লাগেনি। ২৩ রানে চার উইকেট হারিয়ে খেলার মাঠে ক্লান্ত-শ্রান্ত হতে হয়েছে।

মুশফিক আউট হওয়ার লিটনের জুটি হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাদের জুটি ভেঙে যাওয়ার পর দ্রুতই যেন জয়ের নাগাল পায় শ্রীলঙ্কা।

ব্যাটিংয়ের এই ধস নিয়ে বেশ চিন্তিত দেখা গেছে রাসেল ডমিঙ্গোকে। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংস শেষে এক সংবাদ সম্মেলনে দলে পরিবর্তনের আভাস দিতেও দেখা গেছে তাকে। তিনি বলেন, ব্যাটিং ধসের বিষয়ে আগে জানা থাকলে এমনটি হতো না। ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা যেতে পারে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়