×

সারাদেশ

ভোরের কাগজের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২২, ০২:১১ পিএম

ভোরের কাগজের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনের সড়কে মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: ভোরের কাগজ

দৈনিক ভোরের কাগজের প্রকাশক, সম্পাদক ও বার্তা সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে কুমিল্লার কুখ্যাত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা মানহানি মামলার প্রতিবাদ জানিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিকরা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১১টায় প্রেসক্লাবের সামনের সড়কে মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এইচ আর মুক্তারের সভাতিত্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ূন কবির, সাবেক সভাপতি মো. শামসুল আলম, মেজবাহ উদ্দিন মান্নু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও ভোরের কাগজের প্রতিনিধি এসকে রঞ্জন, রিপোটার্স ক্লাবের সদস্য ইমন আল আহসান প্রমুখ। এ সময় বক্তারা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় দেশব্যাপি বৃহত্তর আন্দোলন করার হুমকি দেন সাংবাদিকরা। প্রতিবাদ সভার সঞ্চলনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য সাংবাদিক রাসেল মেল্লা।

এ সময় কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের প্রতিনিধি আনোয়ার হোসেন আনু, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কলাপাড়া প্রতিনিধি উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোটার্রস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. নাহিদুল হক, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. আরিফ সিকদার, মহিপুর রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক রুমী শরীফ, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App