×

জাতীয়

বিএনপির সাবেক এমপি হাবিবের জামিন আদেশ প্রত্যাহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২২, ১২:১৯ এএম

বিএনপির সাবেক এমপি হাবিবের জামিন আদেশ প্রত্যাহার

বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। ছবি: ভোরের কাগজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গাড়িবহরে হত্যাচেষ্টা মামলার আসামি বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের জামিন আদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। এই আদেশকে কেন্দ্র করে যশোর কারাগার থেকে তাকে ছাড়িয়ে আনার ষড়যন্ত্র শুরু হয়। তবে জামিন আদেশের ব্যাপারে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে কিছু জানানো হয়নি।

মঙ্গলবার হঠাৎ করেই হাইকোর্টে তার জামিন আদেশের বিষয়ে জানতে পারে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। এ খবরে বেশ নড়েচড়ে বসেন কর্মকর্তারা।

ওই সময়ে সংশ্লিষ্ট বেঞ্চের দায়িত্বপ্রাপ্ত দুইজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছে তাৎক্ষণিক লিখিত ব্যাখ্যা চান অ্যাটর্নি জেনারেল। এমপি হাবিবের জামিন পাওয়ার বিষয়টি কেন জানানো হয়নি লিখিত ব্যাখ্যায় জানতে চাওয়া হয়। বিষয়টি সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের নজরে আনা হয়।

এরই পরিপ্রেক্ষিতে আজ শুধু হাবিবুল ইসলাম হাবিবের জামিন পাওয়ার বিষয় শুনানির জন্য দুপুর ১২টায় বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি আশিষ রঞ্জন দাশের বিশেষ হাইকোর্ট বেঞ্চ বসেন। গত ২৮ এপ্রিল বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে দেয়া জামিন আদেশ প্রত্যাহার করে আদেশ দেন হাইকোর্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App