×

আন্তর্জাতিক

কাশ্মীরে ঘরে ঢুকে টিভি শিল্পীকে গুলি করে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২২, ১১:৩৪ এএম

কাশ্মীরে ঘরে ঢুকে টিভি শিল্পীকে গুলি করে হত্যা

গায়িকা আমরিন ভাট

কাশ্মীরে ঘরে ঢুকে টিভি শিল্পীকে গুলি করে হত্যা

কাশ্মীরের এক টিভি আর্টিস্ট তথা গায়িকা আমরিন ভাটকে (বয়স ৩৫ বছর) গুলি করে হত্যা করল বিচ্ছিনতাবাদী জঙ্গিরা। এ ঘটনায় আমরিনের ১০ বছর বয়সি ভাইপো গুরুতর ভাবে জখম হয়েছে। জানা গেছে, বুদগামে চাদুরা এলাকায় ঘটনাটি ঘটেছে। আমরিন ভাট টিভিতে অভিনয় করার পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গান গেয়ে আপলোড করতেন। জানা যায়, কাশ্মীরি এই শিল্পীর উপর হামলা চালায় তিন জঙ্গি। জঙ্গিদের তিনজনই লস্কর-ই-তৈবার সদস্য বলে জানা গেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, এই ঘটনা প্রসঙ্গে কাশ্মীর জোন পুলিশ টুইট করেন। লিখেন, ‘প্রায় ৭টা ৫৫ মিনিট নাগাদ হুশরু চাদুরার বাসিন্দা আমরিন ভাটকে তার বাড়িতে ঢুকে গুলি করে সন্ত্রাসীরা। জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার ১০ বছর বয়সি ভাইপো হামলার সময় সেই বাড়িতেই ছিল। তার হাতে বুলেটের আঘাত লেগেছে। তাকেও উদ্ধার করা হয়েছে।’ শ্রী মহারাজা হরি সিং হাসপাতালের মেডিকেল সুপার ড. কানওয়ারজিৎ সিং বলেন, ‘আমরিনের গলায় গুলি লেগেছিল।’

এদিকে এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেন ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। টুইট বার্তায় তিনি লেখেন, ‘অমরিন ভাটের উপর জঙ্গি হামলার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। দুঃখজনকভাবে আমরিন হামলায় প্রাণ হারায় এবং তার ভাইপো জখম হয়। নিরপরাধ নারী ও শিশুদের ওপর এভাবে হামলার কোনও যৌক্তিকতা থাকতে পারে না। আল্লাহ তাকে জন্নতে (স্বর্গে) স্থান দান করুন।’

ন্যাশনাল কনফারেন্সের তরফেও এই হামলার নিন্দা জানানো হয়। টুইট বার্তায় ন্যাশনাল কনফারেন্সের তরফে লেখা হয়, ‘টিভি শিল্পী আমরিন ভাটের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা রইল। হামলায় দখম তার ভাইপোর দ্রুত আরোগ্যে কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App