ছায়ানটে নজরুল উৎসবের সমাপ্তি

আগের সংবাদ

সারা দেশে ছাত্রদলের বিক্ষোভ শনি-রবিবার

পরের সংবাদ

প্রধানমন্ত্রীকে কটূক্তি: ছাত্রদল নেতা জুয়েলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

প্রকাশিত: মে ২৬, ২০২২ , ১০:১২ অপরাহ্ণ আপডেট: মে ২৭, ২০২২ , ১২:৪৮ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ। মিছিল শেষে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ছাত্রসংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে ঈশ্বরদী সরকারি কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরদী বাজারে এসে শেষ হয়।

মিছিল শেষে সাংবাদিকদের সামনে নেতাকর্মীরা বলেন, স্বাধীনতাবিরোধী সব অপশক্তি রুখে দিতে চায় ছাত্রলীগ। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সব বাধা মোকাবিলা করতে আমরা প্রস্তুত।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়, সাধারণ সম্পাদক খন্দকার আরমান, পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশব ও সাধারণ সম্পাদক মারুফ হাসান, দাশুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়ারুল ইসলাম, মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেনসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ও কলেজ শাখার সভাপতি ও সম্পাদকসহ অন্য নেতারা।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়