দিনাজপুরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মোস্তাফিজুর রহমানকে ঘুষ নেয়ার সময় আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৫ মে) ৮০ হাজার টাকা ঘুষসহ হাতেনাতে ওই কর্মকর্তাকে আটক করা হয়।
দুর্নীতি দমন কমিশনের দিনাজপুর শাখার উপপরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের তত্ত্বাবধানে ও মো. আহসানুল কবির পলাশের নেতৃত্বে একটি দল এই ফাঁদ কার্যক্রম পরিচালনা করে।
ঈশান এগ্রো ফুড আমবাড়ি হযরতপুর চিরিরবন্দর দিনাজপুর এর লাইসেন্স নবায়নের জন্য আসামি মোস্তাফিজুর রহমানের ওই ঘুষ দাবির অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রম পরিচালিত হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইন ১০৬ নম্বরে ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ জানালে কমিশন দ্রুত ব্যবস্থা নেয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।