×

খেলা

মিরপুরে প্রচন্ড রোদে গা গরম করল টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২২, ০৯:৪৬ এএম

মিরপুরে প্রচন্ড রোদে গা গরম করল টাইগাররা

মিরপুর স্টেডিয়ামে প্রচন্ড রোদ উপেক্ষা করে অনুশীলন করে টাইগাররা

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ মে) আর কিছুক্ষন পর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তবে তার আগে মিরপুরে প্রচন্ড রোদে গা গরম করল টাইগাররা। তারা ব্যাট-বল হাতে নেটে ও সেন্টার উইকেটে ঘাম ঝরায়। গত কয়েক দিনের তুলনায় মঙ্গলবার তাপমাত্রা বেশি। বিষয়টি নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানিয়েছে বৃষ্টি কম থাকায় তাপমাত্রা বেড়ে গেছে। আগামী দুই দিন তাপমাত্রা বৃদ্ধি পাবে। যাইহোক এসব নিয়ে এখন ভাবতে নারাজ মুমিনুল বাহিনী। মঙ্গলবার (২৪ মে) শ্রীলঙ্কার মুখোমুখি হবার আগে ব্যাট-বল শান দিতেই ব্যস্ত লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে সোমবার (২৩ মে) ধ্বংসস্তূপ থেকে ব্যাট হাতে মহাকাব্য রচনা করেছেন মুশফিক-লিটন। ২৪ রানে ৫ উইকেট খুইয়ে ব্যাকফুটে চলে যায় টাইগাররা। সেখান থেকে আর কোনো উইকেট না হারিয়ে ২৭৭ রানে প্রথম দিনের খেলা শেষ করেছেন মুশফিক-লিটন। সেই সঙ্গে তারা ২৫৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। মুশফিক-লিটন সেঞ্চুরি তুলে অপরাজিত আছেন। দ্বিতীয় দিন তাদের দুজনের চোখ বড় সংগ্রহের দিকে।

সোমবার (২৩ মে) শ্রীলঙ্কার পেস বোলারদের সামনে কোমড় সোজা করে দাড়াতে পারেননি তামিম, সাকিব ও জয়। ৬.৫ ওভারে দলীয় ২৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ছন্দে থাকা লিটনকে নিয়ে প্রতিরোধ গড়েন মুশফিকুর রহিম। প্রথম ঘণ্টার বিপর্যয় সামলে দ্বিতীয় ঘণ্টায় ভালো শুরু করেন তারা দুজন। দেখে শুনে বেশ ঠান্ডা মাথায় ব্যাট চালিয়ে রানের চাকা সচল রাখেন লিটন-মুশফিক। সেই সঙ্গে বিপর্যয় সামলে টেস্ট ক্যারিয়ারে ১৩তম হাফসেঞ্চুরি তুলে নেন লিটন। তার সঙ্গী মুশফিক টেস্ট ক্যারিয়ারে ২৬তম হাফসেঞ্চুরি করেন।

এদিকে সোমবার মিরপুরে টস জিতে আগে ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। ৬.৫ ওভারে দলীয় ২৪ রান তুলতেই ৫ উইকেট খুইয়ে চাপে পড়ে টাইগাররা। দলের বিপর্যয়ে হাল ধরতে পারলেন না সাকিব আল হাসান। তিনি রিভিউ নিয়ে বাঁচতে চেয়েছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। শূন্য রানে আউট হন সাকিব। এমনকি নাজমুল হোসেন শান্তও শ্রীলঙ্কাকে উইকেট উপহার দিয়েছেন। পেসার রাজিথার ভেতরে ঢোকানো বলে বোল্ড হন শান্ত। তিনি ২১ বলে ৮ রান করেন করেন।

এর আগে লঙ্কান পেসার কাশুন রাজিথার দ্বিতীয় বলে বোল্ড হয় ডানহাতি ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। এর পর দলীয় ৬রানে আউট হন তামিম ইকবাল। তিনি রানের খাতা খোলার আগেই আউট হন। এমনকি মুমিনুলও বিপদে দলের হাল ধরতে পারেনি। তিনি ৯ বলে ৯ রান করে আউট হন। মিরপুর টেস্টে মুমিনুল ক্রিজে এসে প্রথম বলেই পেয়েছিলেন বাউন্ডারি। পরের ওভারে আরেকটি চোখ ধাঁধানো কভার ড্রাইভ। রান খরায় থাকা মুমিনুল ছন্দে ফেরার আভাস দিচ্ছিলেন। কিন্তু উইকেট কামড়ে লড়াই করতে পারেননি টাইগার টেস্ট অধিনায়ক। পেসার আশিথা ফার্নান্দোর বল খেলা, না খেলা নিয়ে দ্বিধায় ব্যাট চালান মুমিনুল। ফলশ্রুতিতে ক্যাচ দিয়ে ফিরেন সাজঘরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App