×

আন্তর্জাতিক

বাইডেন-মোদির সম্মেলনের পাশেই উড়ল চীন ও রাশিয়ার যুদ্ধবিমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২২, ০৮:৫৭ পিএম

বাইডেন-মোদির সম্মেলনের পাশেই উড়ল চীন ও রাশিয়ার যুদ্ধবিমান

ফাইল ছবি

জাপানের টোকিওতে চার জাতির কোয়াড নিরাপত্তা সম্মেলন চলছে। মঙ্গলবারের এই সম্মেলনে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কোয়াডভুক্ত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। আর এই সম্মেলন চলার মধ্যেই জাপান সাগরের ওপর দিয়ে চীন-রাশিয়ার যুদ্ধবিমান যৌথ মহড়া চালিয়েছে। মঙ্গলবার (২৪ মে) জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই মহড়ার ব্যাপারে চীন ও রাশিয়ার কাছে গভীর উদ্বেগের কথা জানিয়েছে জাপান। বাইডেন-মোদি ছাড়াও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সম্মেলনে উপস্থিত আছেন।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিমানগুলো জাপানের আকাশসীমায় না পৌঁছালেও গত বছরের নভেম্বরের পর চতুর্থবারের মতো জাপানের খুব কাছাকাছি যৌথ এই বিমান মহড়া চালাল চীন-রাশিয়া।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি বলেন, জাপান সাগরে চীন ও রাশিয়ার দুটি বোমারু বিমান মহড়া চালিয়েছে। এ ছাড়া পূর্ব চীন সাগরেও যৌথ বিমান মহড়া চালানো হয়। তিনি আরও জানান, বোমারু বিমানের মহড়া ছাড়াও রাশিয়ান একটি গোয়েন্দা বিমান জাপানের হোক্কাইডু দ্বীপের উত্তর দিক থেকে মধ্য জাপানোর নোতো উপদ্বীপে উড়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App