×

জাতীয়

ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা ভিত্তিহীন: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২২, ০৩:৫৩ পিএম

ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা ভিত্তিহীন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উড়িয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: ভোরের কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের ওপর ছাত্রলীগ হামলা করেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, নৈরাজ্য সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে।

মঙ্গলবার (২৪ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি স্বাধীন দেশ। এদেশে বহুদলীয় গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত। রাজনীতির মাঠ এখানে সবসময় খোলা রয়েছে। কিন্তু যারা নৈরাজ্য সৃষ্টি করে, ভাঙচুর করে, জনগণের বিপক্ষে দাঁড়ায় তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেয়।

আরও পড়ুন : ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৩০

সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রলীগ সহিংসতায় লিপ্ত হয়। এতে ঘটনাস্থলে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকসহ ৩০ জন নেতাকর্মী আহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App