×

আন্তর্জাতিক

চীনের ঘনিষ্ঠ হওয়ার দিকে মনোযোগ রাশিয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২২, ০৪:৩৩ পিএম

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগ দিচ্ছে মস্কো। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সোমবার রাতে এ তথ্য জানানো হয়। খবর বিবিসির।

এক অনুষ্ঠানে ল্যাভরভ বলেন, এখন মস্কোর লক্ষ্য হচ্ছে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা। তিনি অভিযোগ করেন, ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলো ‘রুশফোবিয়া’ ছড়ানোর চেষ্টা চালিয়ে আসছে।

তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি পশ্চিমারা সম্পর্ক পুনঃস্থাপনের পরিবর্তে কিছু দিতে চায় আমাদের জন্য তা জরুরি কিনা গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা করা হবে। যদি পশ্চিমা দেশগুলো তাদের মন পরিবর্তন করে এবং সহযোগিতার কিছু ধরন প্রস্তাব করে, তখন আমরা সিদ্ধান্ত নিতে পারব।

তিনি আরও বলেন, রাশিয়াকে পশ্চিম থেকে আসা ‘সরবরাহের ওপর যে কোনো উপায়ে নির্ভরশীল হওয়া বন্ধ করতে হবে’।

২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে। এর পর থেকেই দেশটিকে থামাতে পশ্চিমা দেশগুলো নানা নিষেধাজ্ঞা আরোপ করে। এখন ইউরোপীয় ইউনিয়ন রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App