দুই প্রতিষ্ঠানের বন্ড অনুমোদন

আগের সংবাদ

চকরিয়ায় দুই গ্রুপের গোলাগুলিতে ডাকাত সর্দার নিহত

পরের সংবাদ

দুদকের মামলায় আজ আত্মসমর্পণ করবেন সম্রাট

প্রকাশিত: মে ২৪, ২০২২ , ১২:৩৩ পূর্বাহ্ণ আপডেট: মে ২৪, ২০২২ , ১:০৫ পূর্বাহ্ণ

দুদকের করা মামলায় মঙ্গলবার আত্মসমর্পণ করবেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চাইবেন তিনি। সম্রাটের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হিরা এমনটাই জানিয়েছেন।

সোমবার (২৩ মে) সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য আগামী ৩০ মে দিন ধার্য করা হয়েছে। এরআগে দুদকের করা মামলায় গত ১১ মে সম্রাটকে জামিন দিয়েছিলেন ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালত। সব মামলায় জামিন পাওয়ায় তিনি কারামুক্ত হন।

ওই জামিন বাতিল চেয়ে দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সম্রাটের জামিন বাতিল করেন হাইকোর্ট। একইসঙ্গে সাতদিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

ডি-ইভূ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়