×

জাতীয়

গণ কমিশনের অর্থের যোগানদাতার খোঁজ নিতে দুদকে স্মারকলিপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২২, ০১:১৫ পিএম

গণ কমিশনের অর্থের যোগানদাতার খোঁজ নিতে দুদকে স্মারকলিপি

সোমবার গণ কমিশনের শ্বেতপত্রের অর্থের যোগানদাতার খোঁজ নিতে দুদককে স্মারকলিপি দেয় ইসলামিক ফোরাম বাংলাদেশ। ছবি: ভোরের কাগজ

কওমি মাদরাসা ও আলেমদের বিরুদ্ধে গণ কমিশনের দেয়া অভিযোগ ভিত্তিহীন দাবি করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাল্টা স্মারকলিপি দিয়েছে ইসলামিক কালচারাল ফোরাম বাংলাদেশ নামের একটি সংগঠন।

সোমবার (২৩ মে) তিন দফা দাবি নিয়ে দুদক সচিবের সঙ্গে দেখা করেছের সংগঠনটির নেতারা।

এর মধ্যে ঘাতক দালাল নির্মূল কমিটির আয়-ব্যয় ও তহবিলের উৎস সম্পর্কে অনুসন্ধান, ঘাতক দালাল নির্মূল কমিটির নেতাদের সম্পদের উৎস ও আয় ব্যয়ের হিসাব ও গণ কমিশনের শ্বেতপত্রের অর্থের যোগানদাতার তথ্যের খোঁজ নিতে দুদকে স্মারকলিপি দেয়া হয়।

ইসলামিক কালচারাল ফোরামের উপদেষ্টা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল দুদকে এসে এই স্মারকলিপি জমা দেন।

ফোরামের অন্য সদস্যরা হলেন মাওলানা মো. নাজমুল হক, মাওলানা আবু জাফর কাশেমী, মাওলানা মানসুরুল হক, মাওলানা আবুল কাশেম আশরাফী, মাওলানা রিয়াদুল ইসলাম, মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, মুফতি ওয়াহিদুল আলম, মুফতি আব্দুর রহিম কাসেমী, আলহাজ্ব ফজলুল হক ও হাফেজ মাওলানা মোতাহার উদ্দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App