×

জাতীয়

যমুনা নদীর ওপর দ্বিতীয় প্যারালাল রেল সেতুর চুক্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২২, ০৫:১৫ পিএম

যমুনা নদীর ওপর দ্বিতীয় প্যারালাল রেল সেতুর চুক্তি

রবিবার রেলভবনে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে জাপানী কোম্পানি ইয়াসিমা জেএসই (জয়েন্টে ভেনচার) এর চুক্তি স্বাক্ষরিত হয়। ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ রেলওয়ের যমুনা নদীর ওপর দ্বিতীয় প্যারালাল রেল সেতুর সিগনাল ও টেলিকমিউনিকেশন কাজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার (২২ মে) রেলভবনে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে জাপানী কোম্পানি ইয়াসিমা জেএসই (জয়েন্টে ভেনচার) এর চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন বাংলদেশ রেলওয়ের পক্ষে প্রকল্প পরিচালক ফাত্তাহ মো. মাসউদুর রহমার এবং জাপানী কোম্পানি ইয়াসিমার অথোরাইজড পার্সন নরিয়ো ইকোজিমা। এ সময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, রেল সচিব হুমায়ূন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, জাইকার প্রধান প্রতিনিধি হায়াকায়া জুহু। জাইকার অর্থায়নে প্রকল্পটির চুক্তি মূল্য ৪৭ কোটি ৭১ লাখ ২৫ হাজার ৬৬৫ টাকা। ২৮ মাস প্রকল্পটির সময় কাল। উল্লেখ্য, যমুনা  দ্বিতীয় প্যারালাল রেলসেতুর নির্মানে মোট প্রকল্প ব্যায় ধরা হয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি ৯৫ লাখ ৬৩ হাজার টাকা। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী বলেন, পশ্চিমাঞ্চলের রেলকে আরো গতিশীল করতে যমুনা নদীর ওপর দ্বিতীয় প্যারালাল বঙ্গবন্ধু রেলসেতু ব্যাপক ভূমিকা রাখবে। এই ডুয়েলগেজ ডাবল লাইন করার মাধ্যমে আমরা ট্রান্স এশিয়ান রেলরুটে যুক্ত হতে সহায়তা করবে। এ রেল সেতুটি উম্মুক্ত হলে ভারতের সঙ্গে আমাদের যোগাযোগ বৃদ্ধি পাবে। ইতিমধ্যে ৮টি আন্তদেশীয় রেলরুটের মধ্যে ৫টি উম্মুক্ত হয়েছে। এ সেতুটি খুলে গেলে পশ্চিমাঞ্চলের জনগনেরর প্রভূত উন্নয়ন ঘটবে। তিনি বলেন ২০২৩ সালের জুন মাসের মধ্য আমরা ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রেলে ভ্রমননকরকে পারবো।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App