×

সারাদেশ

ভোরের কাগজের বিরুদ্ধে মামলা: ফেনীতে মানববন্ধন, সমাবেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২২, ০১:০৯ পিএম

সংবাদ প্রকাশের জেরে দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও প্রকাশক সাবের হোসেন চৌধুরীসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভোরের কাগজ পরিবার ফেনী এবং ফেনী সাংবাদিক ইউনিয়ন।

রবিবার (২২ মে) সকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ভোরের কাগজের জেলা প্রতিনিধি শুকদেব নাথ তপন।

ফেনীর ভোরের কাগজ প্রতিনিধি সৈয়দ মনিরর সঞ্চালনায় বক্তব্য দেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, ফেনী সাংবাদিক ইউনিয়ন সভাপতি যতন মজুমদার, চ্যানেল আইর রবিউল হক, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল অমিন রিজভী, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এটিএন নিউজের দিদারুল আলম, নিউজ২৪ প্রতিনিধি নজির আহমদ রতন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম, দেশ টিভির শেখ ফরিদ উদ্দিন, মসিমেলা সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, এফইউজের সাধারণ সম্পাদক ও চ্যানেল ৯- এর জহিরুল হক মিলন, ফেনী সমাচার সম্পাদক মুহিববুল্যাহ ফরহাদ, স্বদেশ কণ্ঠ সম্পাদক নুর তানজিলা রহমান, দেশ রূপান্তর প্রতিনিধি শফি উল্যাহ রিপন, দৈনিক প্রভাত আলোর বার্তা সম্পাদক আবু জাফর ভুঞা, ফুলগাজী প্রেস ক্লাব সভাপতি সাহাবুদ্দিন, সোনাগাজী প্রেস ক্লাবের সাবেক সভাপতি গাজী হানিফ, ছাগলনাইয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল আউয়াল, স্বদেশ প্রতিদিনের মাসুম বিল্যাহ ভুঞা প্রমুখ।

বক্তারা বলেন, অবিলম্বে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও প্রকাশক সাবের হোসেন চৌধুরী সহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় ফেনী সাংবাদিক সমাজ কঠোর অন্দোলনের ঘোষণা দেন।

বস্তুনিষ্ট ও তথ্য নির্ভর সংবাদ প্রকাশের জেরে দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও প্রকাশক সাবের হোসেন চৌধুরীসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মানহানি মামলা দায়ের করেন কুমিল্লার তালিকাভুক্ত মাদক সম্রাট আরফানুল হক রিফাত। অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক সংগঠন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App