×

সারাদেশ

ভোরের কাগজের বিরুদ্ধে মামলা: ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২২, ০৩:৩৭ পিএম

ভোরের কাগজের বিরুদ্ধে মামলা: ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ

রবিবার দুপুরে ভোরের কাগজ পাঠক ফোরামের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামকনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ছবি: ভোরের কাগজ

ভোরের কাগজের বিরুদ্ধে মামলা: ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ

ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধরী ও সম্পাদক শ্যামল দত্ত সহ ৫ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলা করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সভা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়।

রবিবার (২২ মে ) দুপুর ১২ টার দিকে ভোরের কাগজ পাঠক ফোরামের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও এটিএন নিউজ এর পূর্বঞ্চল ব্যুরো প্রধান পীযুষ কান্তি আচার্য, সহ সভাপতি কুরুলিয়া পত্রিকার সম্পাদক ইব্রাহিম খান সাদাত, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন, যুগ্ন সাধারণ সম্পাদক ভোরের কাগজের প্রতিবেদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু।

এছাড়াও আরও বক্তব্য রাখেন- অর্থ সম্পাদক মোহনা টিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম শাহজাদা, দপ্তর সম্পাদক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান সাজু, পাঠাগার সম্পাদক শিয়ার বিজ এর জেলা প্রতিনিধি এইচ এম সিরাজ, আইটিসি সম্পাদক প্রতিদিনের সংবাদ'র জেলা প্রতিনিধি মজিবুর রহমান খান কার্যকরী সদস্য দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মো. মনির হোসেন, সাবেক সিনিয়র সহ সভাপতি বাংলা টিভির জেলা প্রতিনিধি আল আমিন শাহিন, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ এর জেলা প্রতিনিধি সাদেকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাই টিভির জেয়া প্রতিনিধি আ ফ ম কাউসার এমরান, সাবেক সাধারণ সম্পাদক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি দীপক চৌধুরী বাপ্পি, সাবেক সহ সভাপতি সাংবাদিক মফিজুর রহমান লিমন, সাবেক অর্থ সম্পাদক বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি মো. আশিকুল ইসলাম, দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি নিয়াজ মোহাম্মদ খান বিটু, সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি মো. আকরাম, বাংলাদেশ প্রতিনিধির জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল, ৭১ টিভির জেলা প্রতিনিধি জালাল উদ্দিন রুমি, আজকালের পত্রিকার জেলা প্রতিনিধি মোজাম্মেল হক, সাংবাদিক মো. জসিম উদ্দিন, গাজী টিভির জেলা প্রতিনিধি জহির রায়হান, আরটিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি আশিক মান্নান হিমেল, দৈনিক জাগরেন জেলা প্রতিনিধি প্রকাশ দাস, ঢাকা পোস্ট এর জেলা প্রতিনিধি আজিজুল সঞ্জয়, বাংলা নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি মো. মেহেদী নুর পরশ, দৈনিক জনতার ইশতেহারের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল নাঈম, এটিএন এর চিত্র সাংবাদিক সুমন রায়, মাই টিভির চিত্র সাংবাদিক সজিব, এন টিভির চিত্র সাংবাদিক মো. সাইফুল, একুশে টিভির চিত্র সাংবাদিক মো. রাসেল, আমাদের অর্থনিতি পত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদুর রহমান লিটন,আমার সময়'র জেলা প্রতিনিধি মো. আল মামুন ।

বক্তারা বলেন, দেশের শীর্ষ দৈনিক ভোরের কাগজ 'কুমিল্লার শীর্ষ মাদক কারবারি আরফানুল হক রিফাত এখন নৌকার কান্ডারি' শিরোনামে সংবাদ প্রকাশ করেছে । এ সংবাদ প্রকাশ করায় ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ ৫ জনকে আসামি করে ১০ কোটি টাকার মানহানী মামলা করেছেন রিফাত। যা স্বাধীন সাংবাদিকতার মারাত্বক হুমকি। যেখানে সরকার মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে, সেখানে শীর্ষ মাদক সেবী ও কারবারী আরফানুল হক রিফাত কিভাবে ভোরের কাগজের বিরুদ্ধে মামলা করেন ।

বক্তারা আরও বলেন, ২০১৮ সালের ৯জানুয়ারী মাদক বিরোধীর অভিযানের আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত মাদক কারবারীর তালিকায় রিফাতের নাম শীর্ষে ছিল, সাংবাদিক নেতারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি ফরহাদুল ইসলাম পারভেজ।গনমাধ্যাম কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশাধার মানুষ অংশগ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App