×

পুরনো খবর

দেশে করোনায় মৃত্যুশূন্য দিনে নতুন শনাক্ত ২৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২২, ০৫:৫৬ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি, আর শনাক্ত হয়েছেন ২৯ জন। এর আগে গতকাল টানা ২৯ দিন পর করোনায় একজন মারা গিয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১২৮ জন এবং শনাক্ত হলেন ১৯ লাখ ৫৩ হাজার ২৩৩ জন।

রবিবার (২২ মে ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৭৮ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ২১৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯৬৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৮২৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৭৩৬টি। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৮২ হাজার ৬৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৭৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৮৭ শতাংশ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩২ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App