×

আন্তর্জাতিক

জরুরি অবস্থা তুলে নিল শ্রীলঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২২, ১২:২০ এএম

জরুরি অবস্থা তুলে নিল শ্রীলঙ্কা

নজিরবিহীর অর্থনৈতিক সংকট এবং সরকারবিরোধী তীব্র আন্দোলনের মুখে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছে শ্রীলঙ্কার সরকার। জরুরি অবস্থা জারির দুই সপ্তাহ পর শনিবার (২১ মে) থেকে দেশটির সরকার তা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে। খবর রয়টার্স

বিপর্যস্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে গত ৬ মে মধ্যরাত থেকে দেশটিতে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। অর্থনৈতিক সংকটের কারণে দেশজুড়ে শুরু হওয়া ক্রমবর্ধমান সরকারবিরোধী আন্দোলনের মাঝে এক মাসের মধ্যে দ্বিতীয়বার জরুরি অবস্থা জারি করেছিলেন তিনি। জরুরি অবস্থা চলাকালে নিরাপত্তা বাহিনীকে যে কাউকে পরোয়ানা ছাড়া গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়।

প্রেসিডেন্টের কার্যালয়বিষয়ক সচিবালয়ের বরাত দিয়ে হিরু নিউজ বলেছে, শুক্রবার (২০ মে) মধ্যরাতে জরুরি অবস্থা প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়। দক্ষিণ এশিয়ার এ দ্বীপরাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটায় জরুরি অবস্থা তুলে নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App