×

জাতীয়

ইভিএমের ভুল ধরতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২২, ১২:০১ এএম

ইভিএমের ভুল-ত্রুটি ধরতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

শনিবার (২১ মে) দুপুরে মাদারীপুরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধনকালে বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

তিনি বলেন, ইভিএম নিয়ে অনেকে অনেক কথা বলেন। এজন্য আমরা নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে নিয়ে বসবো। রাজনৈতিক প্রতিটি দলে আইটি বিশেষজ্ঞ রয়েছেন তাদেরও আমরা মেশিন দেখাবো। তাদের হাতে ছেড়ে দিব দেখান কোথায় ভুল আছে?

মো. আনিছুর রহমান বলেন, জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনো কাজ করা যাবে না। যেমন ব্যাংকে হিসাব খোলা, জমি দলিল, মোবাইলের সিম ক্রয়, পাসপোর্টসহ অনেক কাজে বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র লাগে। এজন্য ভোটার তালিকা হালনাগাদকে গুরুত্ব দিতে হবে।

মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ঝোটন চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার চাই লাউ মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App