অবৈধ সম্পদ অর্জনের মামলায় ২৫ এপ্রিল ঢাকার সংসদ সদস্য হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল রাখেন হাইকোর্ট। এরপর তাকে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়। আর এ নির্দেশ অনুযায়ী এখন আজ রবিবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন তিনি।
হাজী সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা শনিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে ১০ বছরের কারাদণ্ড বহালের রায় হাইকোর্ট থেকে বিচারিক আদালতে পাঠানো হয় গত ২৫ এপ্রিল। যেখানে তাঁকে এক মাসের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়।
কিন্তু আত্মসমর্পণ না করে চিকিৎসার কথা বলে বিদেশে যান তিনি। এ নিয়ে সমালোচনা শুরু হলে সমালোচনার মাঝে দেশে ফেরেন হাজী সেলিম।
দণ্ডপ্রাপ্ত হয়েও হাজী সেলিমের বিদেশে যাওয়ার বিষয়টিকে বেআইনি বলে জানান দুদকের আইনজীবী।
দুদক আইনজীবী বলেন, আদালতের অনুমতি না নিয়ে দণ্ডিত আসামির বিদেশ যাওয়া বেআইনি।
তবে দণ্ডপ্রাপ্ত সাবেক এ সংসদ সদস্যের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, এখানে আইনের কোনো ব্যত্যয় হয়নি।
আওয়ামী লিগের টিকেট নিয়ে সংসদ সদস্য হওয়া হাজী সেলিমের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালে অবৈধভাবে সম্পদ অর্জন এবং ৫৯ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ১৩২ টাকার তথ্য গোপনের অভিযোগে রাজধানীর লালবাগ থানায় মামলা করে দুদক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।